Wellcome to National Portal
Main Comtent Skiped

অর্জনসমূহ

আলমডাঙ্গা উপজেলার ২০০৮-৯ হতে ২০১৭-১৮ ইং অর্থবছরে অর্জনসমূহঃ গবাদিপশুর উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে দুধ, মাংস এবং ডিমের উৎপাদন যথাক্রমে ১.০৩ লক্ষ মেট্রিক টন,১.২২ লক্ষ মেট্রিক টন এবং ২৯.৩ কোটি।গবাদিপশুর জাত উন্নয়নে উপজেলায় প্রায় ১০১৫৮০ টি গাভীকে কৃত্রিম প্রজনন করা ,রোগ প্রতিরোধ ৪.৯২ লক্ষ গবাদিপশু এবং ২৪.৬৭ লক্ষ হাঁস মুরগীর টিকা প্রদান,২৯৩০৩২৫ টি গবাদিপশু এবং ২৫৪৯৪৯০ টি হাঁস মুরগীকে চিকিৎসা প্রদান,২৯২ টি উঠান বৈঠকের মাধ্যমে ২৯৮২ জন কৃষককে আধুনিক ও বিঞ্জানসম্মত গবাদিপশুপাখি পালনে সক্ষমতা বৃদ্ধিকরণ,প্রাণিসম্পদ উন্নয়নে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ২৫৯০ জন কৃষকে প্রশিক্ষণ প্রদান,রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে ৫০৫ টি রোগ নমূণা সংগ্রহ পূর্বক গবেষণাগারে প্রেরণ,গোখাদ্যের সরবরাহ বৃদ্ধিতে সরকারী-বেসরকারী প্রায় ২৭একর জমিতে উন্নত জাতের ঘাসের নার্সারী স্থাপন।