Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা হতে প্রদেয় সেবা সমূহ
১. (ক) অসুস্থ্য গবাদী পশু ও হাঁস-মুরগীর চিকি সা ও ব্যবস্থা পত্র প্রদান ।
(খ) গবাদী পশু ও হাঁস-মুরগীর রোগ নির্ণয়ের লক্ষে নমুনা (গোবর , রক্ত ইত্যাদি )
পরীক্ষা ও প্রয়োজন বোধে আঞ্চলিক রোগ অনুসন্ধান গবেষনাগারে নমুনা প্রেরন
করা ।
২. (ক) গবাদী পশু ও হাঁস-মুরগীর রোগ প্রতিরোধ কল্পে টিকা বীজ প্রয়োগ ও সরবরাহ ,
(খ) উন্নত জাতের কাটিং সরবরাহ ।
৩. (ক) প্রযুক্তি হস্তান্তরের নিমিত্বে কৃষক ও খামারীদের প্রশিক্ষন প্রদান ।
(খ) ব্যাক্তি মালিকাধীন গবাদী পশুর খামার স্থাপনের উদ্বুদ্ধ করন ও রেজিস্ট্রেশনের
ব্যবস্থা গ্রহণ ।
৪. (ক) আমিষের চাহিদা পূরনের লক্ষে কৃত্রিম প্রজনন উপকেন্দ্রে/ পয়ন্টে কৃত্রিম
প্রজননের ব্যবস্থা গ্রহণ ।
৫. গরু মোটা তাজা করনের জন্য কৃষক ও খামারীদের প্রশিক্ষন প্রদান ।
৬. প্রাকৃতিক দুর্যোগ চলাকালীন সময়ে স্থানীয় প্রশাসন জন প্রতিনীধি ও বেসরকারী
সেবা মূলক প্রতিস্ঠানের সহযোগিতায় গবাদী পশু ও হাঁস-মুরগীর জরুরী চিকিৎসা, টিকা দান ও ত্রান বিতরণ ।